Search This Blog

Tuesday, July 1, 2014

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগ সাংবাদিকদের এ তথ্য জানান। উপাচার্য বলেন, প্রাথমিকভাবে ২৪ অক্টোবর সম্ভাব্য হিসেবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে যাচ্ছে। তবে এই সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি চূড়ান্ত করবে। রফিকুল আলম বেগ আরও বলেন, খুব শিগগির ভর্তি পরীক্ষার যাবতীয় নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এবার রুয়েটে ১০টি বিভাগে মোট ৭২৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।